ইংরেজ বাজার

ছট ঘাট পরিদর্শনে জেলা শাসক

 

মহানন্দা নদীতে ছট  নিয়ে শহরের বিভিন্ন ঘাট স্পিডবোটে চেপে পরিদর্শন করলেন মালদা জেলার জেলা শাসক নীতিন সিংহানিয়া।

    এদিন স্পিডবোটে চেপে পরিদর্শনে জেলা শাসক নীতিন সিংহানিয়া ছাড়াও ছিলেন মহাকুমা শাসক পঙ্কজ তামাং, ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। উল্লেখ্য, মাঝে আর মাত্র একদিন বাকি। তারপর ছট পুজোতে মেতে উঠবে মালদাবাসী। তাই ছট ভক্তদের নদীতে নামতে, যাতে কোন অসুবিধা না হয় বা নদীর জলে কোন দুর্ঘটনা না ঘটে তা জেলা প্রশাসন এবং ইংরেজ বাজার পৌরসভার তরফ থেকে যা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পরিদর্শন করে তা ক্ষতিয়ে দেখলেন জেলা শাসক।